পথের শিশু
- দীপঙ্কর বেরা ২৮-০৪-২০২৪

পথের মাঝে পথ কুড়িয়ে দিন গুজরান করি
কখন কোথায় ঘুরি ফিরি কিভাবে পেট ভরি
কেউ রেখে নি খরবটুকু আমিও নেই খবরে
ব্যস্ত জীবন ছুটেই চলে রঙ মাখানো শহরে ;
মুখ ফিরিয়ে কাজগুলো খুঁজছে শুধু পরিচয়
আমি নাকি পথশিশু এই পৃথিবীর কেউ নয় ।
পথ রেখেছে বিছানা পেতে সেখানে কতশত
আমরা সবাই বে-সাহারা জীবনের অযাচিত ?
কিভাবে যে কাটাই আমরা শীত গ্রীষ্ম বর্ষা
স্রোতে ভাসা আবর্জনা দেয় যে বাঁচার ভরসা ,
পথেই শুরু পথেই শেষ পথ হারানো যন্ত্রণা
কে ভেবেছে পথের শিশু অন্য কথার মন্ত্রণা ??
-০-০-০-

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।